চাল বিতরণ প্রকল্প ২০২৩

Published in 04-12-2023

blog post image

ঘরে আর কিছু থাক না থাক, দু মুঠো চাল থাকলে তা ফুটিয়ে একটা বেলা পার করে দেয়া যায়। এই দুর্মূল্যের বাজারে অনেক পরিবারের দিন এভাবেই কাটছে এখন। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে ১৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪২৫০ কেজি চাল বিতরণ করেছে জনতা ফাউন্ডেশন । প্রত্যেক পরিবার পেয়েছেন ২৫ কেজি ওজনের এক বস্তা চাল। গত ১১ নভেম্বর এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।